আমাদের কথা

আশরাফ উদ্দিন আহমেদ

আশরাফ উদ্দিন আহমেদ

সেই কবে থেকে স্বপ্ন দেখা শুরু,সত্যিকারের মানুষের মত মানুষ হয়ে কিভাবে গড়ে ওঠা যায়!  মানুষতো প্রকৃতির আশীর্বাদ।  তাদের মধ্যে সহজাত ভাবে বিকাশ লাভ করবে মানবতা। প্রকৃতির প্রতি ভালোবাসা। মানুষের প্রতি ভালোবাসা। কেন তবে মানুষের মধ্যে জন্ম নেয় নৃশংসতা, যা পাশবিকতাকেও হার মানায়। গলদটা কোথায়। আসলে মানুষকে মানুষ  হয়ে ওঠার পেছনে যেসব উদ্দীপনা দরকার, তাই হয়তো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এর দায় কেবল তাদের দিলেই চলবে না। এর দায় নিতে হবে পুরো মানবসমাজ ব্যবস্থাকে। ভ্রান্ত শিক্ষা ব্যবস্থা, ভ্রান্ত জীবন দর্শন ও দৃষ্টিভঙ্গির কারনেই মানুষ হয়ে উঠেছে অতিমানুষ। এই অতিমানুষিকতার প্রবণতা রোধ করতে হলে চাই নিজের সম্পর্কে সঠিক জ্ঞান, জগত ও জীবনসম্পর্কিত মানবিক ধারনা ও মুল্যবোধ। সেই প্রচেষ্টায় আমাদের বিভিন্ন সমযে বিভিন্ন লিখায় উৎসাহিত করেছে। সক্রেটিস বলেছেন, “ নিজেকে জানো।”  কেননা নিজেকে জানার আগে অন্যকে জানতে চাওয়ার বোকামী আর হয় না। যারা সব জানে বলেই নিজের মধ্যে একধরনের তৃপ্তি নিয়ে বসে আছে, তারাই মানবিকতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ সংগঠনে সহায়তা করে। আমরা সেই ভুল ধারনা ভেঙ্গে দিয়ে সকলের সহযোগীতায় এক নতুন মানব সমাজ গড়ে তুলতে চাই। যেখানে সকল মানুষই তার ন্যুনতম মানবিক অধিকার ভোগ করতে পারবে।

Leave a comment